বাউফলে মাল্টা চাষের মাঠ দিবস

বাউফলে মাল্টা চাষের মাঠ দিবস

সাইফুল ইসলাম, বরিশাল লাইভ:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাল্টা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের মিলঘর চত্বর আবদুল মন্নান মৃধার বাড়ীতে আয়োজিত মাঠ দিবসে শতাধিত কৃষক কৃষানি উপস্থিত ছিলেণ। বাউফল উপজেলা কৃষি অধিদপ্তর সম্প্রসারন বিভাগে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেণ উপজেলা কৃষি অফিসার মো: মনিরুজ্জামন। সহকারি কৃষি সম্প্রসারন অফিসার আ: বারেক সিকদার। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা আনছার উদ্দিন মোল্লা।
আদাবাড়িয়া ইউনিয়ন বøক এর উপসহকারি কৃষি অফিসার মো: সবুজ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, আনন্দ টিভি প্রতিনিধি ও বাউফল প্রেস ক্লাব যুগ্ন সম্পাদক নাজিম উদ্দিন, সাংবাদিক সাইফুল ইসলাম, কৃষানি মনি বগম।   অনুষ্ঠিত মাঠ দিবসে মাল্টা চাষের পদ্ধতি, উপকারিতা সহ কৃষি বিষয় ধারনা প্রদান করেন। এ সময় ২ টি মাল্টা প্রদর্শনীয় উদ্বোধন করেন।
 উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লা জানান, খরিপ ২/ ২০১৯-২০ খ্রি: মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনীর মাধ্যমে জাত: বারি মাল্টা-১, বাউফলে ৩০ টি বাগান তৈরি করেন। মাল্টা  পরিবারিক পুষ্টি চাহিদা পূরন,  দেহের ক্ষয় পুরন, দেহের তাপ শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি ক্যান্সারের কোষ মেড়ে ফেলতে সাহায্য করে। মাল্টা ফলে ৩৫.৫ % ভিটামিন সি থাকে যা দাঁতের পাইরিয়া রোগ প্রতিরোধ করতে সক্ষম।